হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না: আবুল কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে বিএনপি পরিবারের কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকতে হলে প্রত্যেক নেতা-কর্মীকে সাধারণ মানুষের কাছে ভালো মানুষ হতে হবে। তা না হলে কেউ এই দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। কাউকে দলীয় কিংবা রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত রাখা হবে না। যদি কেউ এর ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাবেক ভিপি মো. আজম মৃধা, সিঙ্গাপুর বিএনপির নেতা লাভলু রহমান মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, মিনহাজ মিয়া ও শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, বিএনপির নেতা সোহাগ মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিক, ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা প্রমুখ।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল