হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলের বাজারে আগুন, পুড়ে মরলেন দরজি দোকানি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে একটি বাজারের দোকানে অগ্নিকাণ্ডে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাজারে তাঁর টেইলার্সের দোকান ছিল। তিনি দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। 

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারে  অগ্নিকাণ্ডটি ঘটে। 

স্থানীয়রা বলছেন, আইসড়া বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার রাত দুইটার দিকে একটি দোকানের ভেতর থেকে আগুনের শিখা বেরোতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং বাসাইলের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ঘণ্টাখানেক চেষ্টা করে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের সিয়াম টেইলার্স, জমশের আলীর জান্নাত বস্ত্রালয়, আহাম্মদ আলীর ফার্নিচার মার্ট ও আজিম উদ্দিনের ঢেউটিনের দোকান আজিম ট্রেডার্স সম্পূর্ণ পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে সিয়াম টেইলার্সের মালিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দোকানঘরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে টেইলার্সের দোকান থেকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। এ সময় ওই দোকানের ভেতরে মঞ্জুরুল ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ 

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘টেইলার্সের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। টেইলার্সের দোকানে থাকা ব্যক্তি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, আগুনে পুড়ে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চারটি দোকানঘর পুড়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 
 
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহি আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডে নিহত মঞ্জুরুল ইসলামের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন