হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্ত্রীর বেতনের টাকা নিয়ে কলহ, গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কবিতা ও সুজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামের এক গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন মিয়া (৩২) নিলফামারী সদর উপজেলার মাঝুডাঙ্গা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন মিয়া ইটভাটায় কাজ করেন। গার্মেন্টস কর্মী স্ত্রীর বেতনের টাকা নিয়ে নিতে চাইতেন তিনি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। কলহের একপর্যায়ে রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই সিকদারপাড়ার ভাড়া বাসায় স্ত্রী কবিতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যান সুজন মিয়া। ঘটনার সময় তাঁদের আট বছর বয়সী সন্তান কক্ষে ছিল। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সুজন পালিয়ে যান। পরে পুলিশ এসে কবিতার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কবিতার বাবা কদম আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘাতক সুজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন