হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিস্ফোরক মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালাম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৯ অক্টোবর সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে সাদা পোশাকে একদল পুলিশ ব্যাপারী পাড়া, বেড়াবুচনা ও সবুজবাগ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে বিএনপি নেতা ফরহাদ ইকবালকে সবুজবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে একটি পুলিশভ্যানে উঠিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ফরহাদ ইকবালের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানা হেফাজতে রয়েছেন।’ 

জানা যায়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপির ১৯৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১৬৬ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা