হোম > সারা দেশ > টাঙ্গাইল

পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাজিম সিকদার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর সপ্তম শ্রেণির ছাত্র নাজিম সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হাঁটুভাঙা এলাকার নদীতে তার লাশ ভেসে উঠলে স্বজনেরা গিয়ে তা উদ্ধার করে।

নাজিম মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম মরদেহ উদ্ধার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশে পিকনিকে যাচ্ছিল নাজিম। হাঁটুভাঙা ব্রিজ পার হওয়ার সময় নৌকার ছাদে ডিজে গানের তালে নাচতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় সে। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পর্যন্ত অভিযান চালায়, তবে নাজিমকে পাওয়া যায়নি।

রোববার সকাল ৮টার দিকে হাঁটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত ও উদ্ধার করেন।

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩