হোম > সারা দেশ > টাঙ্গাইল

মানুষের ইচ্ছার বিরুদ্ধে তফসিল ঘোষণা কোনো কাজে আসবে না: আমীর খসরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে তফসিল কেন, যা-ই ঘোষণা করা হোক কোনোটাই কাজে আসবে না। তফসিলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অনেকে অনেক সময় তফসিল ঘোষণা করেছেন, দেশের মানুষ না চাইলে সে নির্বাচন হয় না।’ 
 
আজ রোববার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ কেন করবে। তারা সিন্ডিকেট তৈরি করেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। তাদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কারও পক্ষে সম্ভব না।’ 

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে টুইট করে প্রতিবাদ করেছেন। এর এক দিন পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতি দিয়েছেন।’ 

এর আগে সন্ধ্যা ৬টার দিকে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। তিনি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছাসহ ফুলের তোড়া ট্রাস্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। 

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন