সাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-আমিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের এপিএস হিসেবে কর্মরত ছিলেন। তিনি ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আয়াত আলী শেখের ছেলে।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।