হোম > সারা দেশ > টাঙ্গাইল

এ অর্জন দেশের জন্য, বললেন তাকরিমের মা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

৪২ তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের ছেলে হাফেজ সালেহ আহমদ তাকরিম (১৩)। এ অর্জনে সারা দেশের মানুষের অভিনন্দনের জোয়ারে ভাসছে তাকরিম। ছেলের এমন অর্জনে খুশি তাকরিমের মা ফাতিমা বেগমও। 

গত বুধবার রাতে মক্কার হারাম শরিফে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল ((প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন মক্কার গভর্নর খালেদ আল-ফয়সাল বিন আবদুল আজিজ। 

ছেলের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তাকরিমের মা ফাতিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে, এ জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই এবং যাঁরা তাকে এতদূর আসতে সাহায্য করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাকরিমের এ অর্জন দেশের জন্য, মানুষের জন্য।’ 

তাকরিমের প্রতিবেশী নাগরপুরের ভাদ্রা গ্রামের তুনিরসহ আরও অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, সে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া মাদ্রাসায় ১ মাস পড়াশোনা করার পর ঢাকায় চলে যায় এবং সেখানে পড়াশোনা শুরু করে। তুনির বলেন, ‘তার এ অর্জনে আমরা এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত।’ 

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শুরু হয় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয় বুধবার। এ প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ প্রতিযোগীকে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হয়। হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামির শিক্ষার্থী। তার বাবা হাফেজ আবদুর রহমান মাদ্রাসার শিক্ষক। 

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা