হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে যুবদলনেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা দেন মো. রাব্বি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো. রাব্বিকে (২৬) মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাব্বিসহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি সখীপুর প্রেসক্লাবে গিয়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন রবিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

মারধরের শিকার মো. রাব্বি বলেন, গতকাল রাত ৮টার দিকে সাজ্জাত হোসেন রবিন নামের এক নেতা ফোন করে তাঁকে হাসপাতাল গেটের সামনে যেতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় সাজ্জাতের কথা অনুযায়ী তিনি হাসপাতালের গেটে যান। সেখানে গেলে ১৪-১৫ জন সন্ত্রাসী তাঁকে মারধর করে। একপর্যায়ে রাব্বি কৌশলে দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আশ্রয় নেন। সেখানে ছাত্রলীগের একজন কর্মীকেও দেখেছেন, যে গত ৩ আগস্ট সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলেও হামলা করেছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র প্রতিনিধি সেলিম আল মামুন বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে আমাদের উপজেলা ও জেলা সমন্বয়কদের জানানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সখীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা দেন মো. রাব্বি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সাজ্জাত হোসেন রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এক ভাগনের সঙ্গে রাব্বির ঝগড়া মীমাংসা করতে আমি তাঁকে ডেকেছিলাম। কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তারা আবার মারামারিতে জড়িয়ে পড়ে। পরে আমি গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। কিন্তু এখন যা হচ্ছে, এসব রাজনৈতিকভাবে আমাকে মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন