টাঙ্গাইলের মির্জাপুরে চালক ও সহকারীকে বৈদ্যুতিক শক দিয়ে ৬০ ড্রাম পাম অয়েলসহ ট্রাক ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্ণী শাবানা ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শকে আহত ট্রাকচালক আলামিন নওগাঁর পার নওগাঁ গ্রামের আলাউদ্দিন ও সহকারী টিটু একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল চট্টগ্রাম থেকে ট্রাকে করে পাম অয়েল নিয়ে নওগাঁ থেকে রওনা দেন আলামিন ও টিটু। পথে কুর্ণী শাবানা ফিলিং স্টেশনের কাছে ৭-৮ জন ছিনতাইকারীর একটি দল পিকআপ ভ্যান দিয়ে ট্রাকটির গতিরোধ করে। ছিনতাইকারীরা চালক ও সহকারীকে বৈদ্যুতিক শক দিয়ে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। তারা মহাসড়কের নাটিয়াপাড়া গিয়ে চালক ও সহকারীকে ট্রাক থেকে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ভোরে দুজন মির্জাপুর থানায় এসে ঘটনাটি জানান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।