হোম > সারা দেশ > সিলেট

জুড়ীতে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪ 

মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদুল হাসান আরমান (২৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে গরেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমেদের ছেলে। আটক ব্যক্তিরা হলেন, গরেরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫), তুহিন আহমেদ (১৮) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)। 

পরিবার সূত্রে পুলিশ জানায়, আরমান ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী তানভীর আহমদ পাওনা টাকার জন্য ঘরের সামনে এসে তাঁকে ডাকাডাকি করতে থাকেন। আরমান তখন ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হন। কোনো কিছু বুঝে ওঠার আগে তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে ও বুকে আঘাত করেন। আরমানের খালু রফিক মিয়া কাজ শেষে বাড়ি ফিরার সময় ঘটনাটি দেখে বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছুরিকাহত রফিক মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। 

নিহত আরমানের মা রহিমা আক্তার রাতেই ইয়াজ মিয়া, তানভীর আহমেদ, তুহিন আহমেদ, তাজ উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই। আর কিছু বলার নাই আমার।’ 

জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। নিহত আরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরমানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১