সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। এরপর থেকে দূরপাল্লার বাস অর্থাৎ সুনামগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কোনো বাসই ছেড়ে যায়নি।
দূরপাল্লার বাসশ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্তজেলা বাস শ্রমিকেেরাও কর্মবিরতি পালন করছেন। আজ সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এমনকি সিএনজি, লেগুনাসহ পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া লোকজন পড়েছে দুর্ভোগে। সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর গ্রামের রাজু মিয়া বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাব, কিন্তু হঠাৎ এসে দেখি বাস বন্ধ।’
পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘দিনের পর দিন পুলিশ আমাদের শ্রমিক ভাইদের প্রতি অন্যায় করে আসছে। এ ছাড়া আমাদের যে টার্মিনাল দেওয়া হয়েছে, সেখানে বাস রাখার জন্য অনুপযোগী, তাই আমরা বাধ্য হয়েই সড়কের পাশে বাসগুলো রাখি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের সঙ্গে আমরা বসে সব সমস্যা সমাধানের চেষ্টা করব।’