হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। এরপর থেকে দূরপাল্লার বাস অর্থাৎ সুনামগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কোনো বাসই ছেড়ে যায়নি।

দূরপাল্লার বাসশ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্তজেলা বাস শ্রমিকেেরাও কর্মবিরতি পালন করছেন। আজ সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এমনকি সিএনজি, লেগুনাসহ পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। 

এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া লোকজন পড়েছে দুর্ভোগে। সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর গ্রামের রাজু মিয়া বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাব, কিন্তু হঠাৎ এসে দেখি বাস বন্ধ।’ 

শ্রমিক নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দূরপাল্লার বাস রাখার দায়ে তিনটি বাসকে পুলিশ জরিমানা করে এবং বাসের শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে। এরই প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তাঁরা।

পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘দিনের পর দিন পুলিশ আমাদের শ্রমিক ভাইদের প্রতি অন্যায় করে আসছে। এ ছাড়া আমাদের যে টার্মিনাল দেওয়া হয়েছে, সেখানে বাস রাখার জন্য অনুপযোগী, তাই আমরা বাধ্য হয়েই সড়কের পাশে বাসগুলো রাখি।’ 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের সঙ্গে আমরা বসে সব সমস্যা সমাধানের চেষ্টা করব।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা