হোম > সারা দেশ > সিলেট

১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক, মৃত সন্তানের জন্ম

সিলেট প্রতিনিধি

হোসেন আহমদ চৌধুরী আক্তার। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে আটক করে পুলিশ।

আক্তার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, আক্তারের সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের সাবানা বেগমের (২০) বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমকে আনতে শ্বশুরবাড়িতে যান আক্তার। কিন্তু অসুস্থ সাবানাকে আক্তারের সঙ্গে তাঁর বাড়িতে পাঠাতে রাজি হননি শাশুড়ি। এতে খেপে গিয়ে শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। কিছুক্ষণ পরে স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রল কিনে তিনি ফের শ্বশুরবাড়িতে যান। সেখানে বিছানায় শুয়ে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানার শরীরে পেট্রল ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি। সাবানার চিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভালেও তাঁর শরীরের অনেক অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে অগ্নিদগ্ধ সাবানার একটি মৃত কন্যাসন্তানের জন্ম হয়। হাসপাতালের উপপরিচালক ড. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, ওই নারীর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, স্ত্রীকে পেট্রল ছিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর স্বামী আক্তারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হচ্ছে। আক্তার দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ