হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ঘাটুয়ালের এক নারীকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামের রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে ধলাই নদের তিরে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই নারী দুজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন প্রদীপ দাস (৪৫) ও মো. আলা উদ্দিন (৩২)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সড়ক থেকে ওই নারীকে অপহরণ করা হয়। পরে তাঁকে ধলাই নদের তীরবর্তী একটি বাগানে নিয়ে প্রদীপ তাকে ধর্ষণ করেন এবং আলা উদ্দিন ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ওই নারী তাঁদের চোখমুখে বালু ছিটিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় হাজির হন এবং মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলার দুই আসামিকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬