হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অটোরিকশা ও বিদ্যালয়ের চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪ 

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের চোরায় মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোশাহিদ (৩৮), শাহ আলম (৩২), মো. সুমন মিয়া (১৯) ও আল আমিন (২৬)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের সোনাফর মিয়ার গ্যারেজের দরজার তালা ভেঙে মো. সবুজ রানা নামের একজনের অটোরিকশা চুরি হয়। 

অটোরিকশা চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে গতকাল দক্ষিণ সুরমা থানা-পুলিশের একটি দল হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিকশা চোর চক্রের সদস্য মোশাহিদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে মোশাহিদের দেওয়া তথ্যমতে তাঁর সহযোগী শাহ আলমকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ছাড়া, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ অভিযান চালিয়ে এই চুরির সঙ্গে জড়িত সুমন ও আল আমিনকে গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদ্যালয়ের চুরি হওয়া একটি টিভি, একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ১০টি সিলিং ফ্যান, একটি গ্যাস সিলিন্ডার চুলা, একটি পানির ফিল্টার, ১০টি ব্যাকআপ লাইট, দুটি স্পিকার, শিশুদের খেলনা, একটি সৌর বিদ্যুতের ফ্যান, আটটি জায়নামাজ, ছয় সেট ইউনিফর্মসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। 

গ্রেপ্তার চারজনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত