হোম > সারা দেশ > হবিগঞ্জ

সিলেটে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহতের ঘটনায় গ্রেপ্তার ৩ 

সিলেট প্রতিনিধি

সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় সদস্য আহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসের সুপারভাইজারকে র‍্যাব এবং চালক ও তার সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ। 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর সুপারভাইজারকে আজ পাঠানো হবে। 

পুলিশের হাতে গ্রেপ্তার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে ও বাসচালক বাবুল চন্দ্র দেব (৪৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে চালকের সহকারী এরশাদ হোসেন (৪২)। তাদের বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

আর শুক্রবার বাসের সুপারভাইজার জয়নাল মিয়াকে (৪০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯। তিনি ওই জেলার বাসিন্দা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। 

ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের