হোম > সারা দেশ > সিলেট

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জিয়া মঞ্চের

সিলেট প্রতিনিধি

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চের ব্যানারে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহ্বায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ রাজন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা চাই, তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলব, অতি দ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর ধরে জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত