হোম > সারা দেশ > সিলেট

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জিয়া মঞ্চের

সিলেট প্রতিনিধি

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চের ব্যানারে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহ্বায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ রাজন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা চাই, তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলব, অতি দ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর ধরে জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল