হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে ২১ জনকে পুশ ইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট সীমান্ত থেকে ২১ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের (সিলেট) একটি টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নজরদারিকালে বিজিবি তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করছে। সন্ধ্যায় ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন আটক ব্যক্তিদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

১৯ বিজিবি (সিলেট) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বিএসএফের বাংলাদেশে পাঠানো ২১ জনকে আটক করা হয়েছে।

তারা সবাই বাংলাদেশি। উত্তরবঙ্গের নীলফামারী ও যশোর জেলার বাসিন্দা। আরও যাচাই-বাছাই করার জন্য সবাইকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সীমান্ত থেকে ২১ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি