হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে ২১ জনকে পুশ ইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট সীমান্ত থেকে ২১ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের (সিলেট) একটি টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নজরদারিকালে বিজিবি তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করছে। সন্ধ্যায় ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন আটক ব্যক্তিদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

১৯ বিজিবি (সিলেট) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বিএসএফের বাংলাদেশে পাঠানো ২১ জনকে আটক করা হয়েছে।

তারা সবাই বাংলাদেশি। উত্তরবঙ্গের নীলফামারী ও যশোর জেলার বাসিন্দা। আরও যাচাই-বাছাই করার জন্য সবাইকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সীমান্ত থেকে ২১ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন