সিলেটে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টায় ছাত্র-জনতা তাঁকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।
আটক হওয়া কাওসার আল মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
জানা যায়, সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত। সেখানে হঠাৎ কাওসার আল মামুন উপস্থিত হলে ছাত্র-জনতা চিনতে পেরে তাঁকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রজনতা মারধর করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ছাত্রলীগ করত। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। বর্তমানে সে থানায় আছে।’