দক্ষিণ সুরমা (সিলেট) : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বায়েজিদ আহমদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ আহমদ কামালবাজার পুরাগাঁও এলাকার সুনু মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া বোনের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফিরছিল বায়েজিদের পরিবার। বায়েজিদও মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। এ সময় দক্ষিণ সুরমার হাজরাই এলাকায় তাঁর মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ওই ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।