হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রতিবেশীর সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে থামাতে গিয়ে শৈলেশ বর্মণ (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

আজ বুধবার সকালে শহরের নাতিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলেশ বর্মণ পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। 

এলাকাবাসী জানান, শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল রশিদ ও একই এলাকার রঞ্জিত বর্মণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মণ নিহত হন। পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত শৈলেশ বর্মণের ছেলে স্বপ্ন বর্মণ বলেন, ‘আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মণ তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আমার বাবাকে আব্দুল রশিদ ধাক্কা দিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’ 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মোবারক হোসেন বলেন, সকালে শহরের নাতিরাবাদ দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মণ নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিবেশ শান্ত আছে।

‘সাদাপাথর-কাণ্ডে পদ স্থগিত’ সেই সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা