সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেননি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার ভোটের দিন সকালে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে ঘুরতে যান। সেখানে তিনি সকালে স্বজনদের সঙ্গে আম-কাঁঠাল খান এবং বিকেলে উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য ২০টি ছাগল কেনেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘অনেক দিন হয়েছে গ্রামের বাড়িতে আসা হয়নি। আত্মীয়স্বজনেরা আম-কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছেন। এ জন্য একটু সময় পেয়েছি। এ জন্য আজ আসলাম। একই সঙ্গে বিকেলে কিছু সময় পাওয়ায় কোরবানির জন্য কিছু ছাগল ক্রয় করেছি।’
আরিফুল হক আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ মেনে এ সিদ্ধান্ত নিয়েছি।’