হোম > সারা দেশ > সিলেট

ওপরে পাথর, নিচে ৩০৮ বস্তা ভারতীয় চিনি, আটক ২

সিলেট প্রতিনিধি

ট্রাকে পাথরের নিচ থেকে উদ্ধার হওয়া ভারতীয় চিনি (বাঁয়ে), আটক ট্রাকচালক ও সহকারী। ছবি : সংগৃহীত

সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটের মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) এবং মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহমেদ (১৯)।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন দাসপাড়ার মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। পরে সন্দেহজনক একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করে পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে ঢাকা ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। ওই চিনির ওজন ১৫ হাজার ৯২ কেজি; যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা। এ ছাড়া ট্রাক থেকে ৩-৪ সাইজের পাথর (৪০ ফুট) উদ্ধার করা হয়; যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৮০০ টাকা।

ছবি : সংগৃহীত

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ করা মালপত্রের বৈধ কাগজপত্র চালক ও তাঁর সহযোগী দেখাতে পারেননি। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, এই মালপত্রের মালিক অজ্ঞাত এক ব্যক্তি। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত