হোম > সারা দেশ > সিলেট

প্রবাসীকল্যাণমন্ত্রীকে ‘কটূক্তি’ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে নিয়ে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল সিলেট শহরের সোবহানিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এর আগে গত ৯ জুন সকালে জৈন্তাপুর ইউনিয়নের কার গ্রামের মনির আহমদ (৩৮) তাঁর ফেসবুক আইডি থেকে প্রবাসীকল্যাণমন্ত্রীর ছবি ব্যবহার করে কটূক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে মনির শতাধিক ব্যক্তিকে ট্যাগ করেন।

এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের নেতা সাব্বির আহমদ রানা (২৬) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি দল সিলেট শহরের সোবহানিঘাট এলাকা থেকে মনিরকে আটক করে। 

মামলার বাদী সাব্বির আহমদ বলেন, ‘মনির একটি গোষ্ঠীর মদদে মন্ত্রীর দীর্ঘদিনের অর্জিত সম্মান নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছেন। তাঁকে আইনের আওতায় আনতেই মামলা দায়ের করি।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘ছাত্রলীগ নেতার করা মামলায় সিলেট শহর থেকে মনিরকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মনিরকে বিশেষ আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২