হোম > সারা দেশ > সিলেট

ছেলে ও পুত্রবধূর মারধরে বৃদ্ধের নিহতের অভিযোগ

সিলেট প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্তদের আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধার নাম কামরান মিয়া (৬০)। তিনি সরস্বতী গ্রামের বাসিন্দা। আটকেরা হলে রাজু আহমদ (৩০) ও তাঁর স্ত্রী আলপিনা বেগম (২২)।

জানা যায়, রাজু কামরান মিয়ার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। আজ সকালে বাবার সঙ্গে রাজুর টাকা-পয়সা নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু তাঁর বাবাকে মারধর করেন। তাঁর স্ত্রী আলপিনাও যুক্ত হন। দুজনে মিলে কিলঘুষি ও লাথি দেন। বাবাকে বাঁচাতে তাঁর বোন এগিয়ে এলে তাঁকেও তারা আহত করেন। তাৎক্ষণিক বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, বৃদ্ধ বাবাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করায় তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২