হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিদগ্ধ আরও ২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় চারজন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।

মারা যাওয়া দুজন হলেন-ফিলিং স্টেশনের স্টাফ সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তাজ উদ্দিন আহমদ তারেক (৩২) ও নজেলম্যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের মৃত অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪২)। তাঁদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত তারেকের ছোটভাই সোহাগ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটে ভাই মারা যান। আজ সোমবার আড়াইটার দিকে লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। রাত ১০টার দিকে এলাকায় তাঁকে দাফন করা হবে। চার বছরের একটি মেয়ে রেখে ভাই মারা গেলেন। এখন তাদের কীভাবে সান্ত্বনা জানাব?’

নিহত বাদল দাসের ভাগনা টিটু দাস বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে বাদল দাসের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। সিলেটের শাহপরানে তাঁর ভাড়া বাসার এলাকায় তাঁকে দাহ করা হবে।’

বাদল দাসের ওপর সংসারের দায়-দায়িত্ব ছিল জানিয়ে টিটু দাস বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোরকমে তাঁর সংসার চলতো। এখন এই পরিবারটা কীভাবে সমানে চলবে তা ভেবে পাচ্ছি না।’

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দগ্ধ নয়জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে