হোম > সারা দেশ > সিলেট

সুরমায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৭২ ঘণ্টা পর উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৭২ ঘণ্টা পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার আব্দুল জহুর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মডেল থানা-পুলিশ। 

ওই শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬)। তিনি জেলার গোপালপুর এলাকার গাউসিল আযমের ছেলে ও ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউ পার্ক এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামেন নাফিস আবরার ও তাঁর বন্ধু তুষার কুমার রায় (২৬)। তাঁরা সাঁতার কেটে সুরমা নদী হয়ে পাশের লঞ্চঘাটে যাওয়ার সময় দুই বন্ধু নদীর স্রোতে তলিয়ে যান। নিখোঁজের পর তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন নাফিস আবরার। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশে দুই দিন অনেক চেষ্টা করেও যুবকের সন্ধান পায়নি। পরে আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, ‘সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় তাঁদের আত্মীয়র বিয়েতে আসেন এই দুই যুবক। ওই দিন রিভার ভিউ পার্ক এলাকার সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর ডুবুরি দলের সদস্য দিয়ে উদ্ধার অভিযান চালাই। কিন্তু নদীতে পাহাড়ি ঢলের অস্বাভাবিক স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। তবে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে অনেক দূর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।’

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন