হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের পৌরশহরে সুরমা নদী থেকে জেসমিন আক্তার তাজিন (১৭) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরশহরের আব্দুজ জহুর সেতু এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে জেসমিনের লাশ জেলার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জেসমিনের লাশ উদ্ধারের বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ। 

জেসমিন সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের মেয়ে। সে পৌরশহরের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। 

অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘বিদ্যালয়ে কোচিং-পরীক্ষা শেষে আজ দুপুর দেড়টার দিকে জেসমিন তার এক বান্ধবীকে নিয়ে আব্দুজ জহুর সেতুতে হাঁটতে যায়। এ সময় সে হঠাৎ সেতুর রেলিংয়ে উঠে নদীতে লাফ দেয়। তাঁর বান্ধবী তাকে আটকানোর চেষ্টা করেও তাঁকে রক্ষা করতে পারেনি। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে জেসমিনের লাশ উদ্ধার করে।’

জেসমিনের সঙ্গে থাকা তার বান্ধবী বলে, ‘আমরা স্কুল থাইকা পরীক্ষা শেষ করে আব্দুজ জহুর সেতুতে ঘুরতে আসি। এ সময় জেসমিন হঠাৎ সেতুর রেলিংয়ের ওপর উঠে যায়। আমি তার হাত ধরে বাধা দেওয়ার চেষ্টা করেও রক্ষা করতে পারিনি। সে সেতু থেকে পানিতে ঝাঁপ দেয়।’ 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন