হোম > সারা দেশ > হবিগঞ্জ

বাঁশ বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার, বাবার অভিযোগ মায়ের পরকীয়ার বলী

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে আয়লাবই গ্রামের একটি বাঁশ বাগান থেকে লিজা আক্তার (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে মাধবপুর থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

লিজা আক্তার উপজেলার বহরা ইউনিয়নের ধলগাও গ্রামের স্থানীয় ইউপি সদস্য সাগর আলীর কন্যা। তার মা একই উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের। তার মায়ের নাম সেলিনা আক্তার। গত এক বছর পূর্বে সাগর-সেলিনার দাম্পত্য জীবন কলহ সৃষ্টি হলে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে লিজা আক্তার মা সেলিনা আক্তারের সঙ্গে নানার বাড়ি আয়লাবই গ্রামে বসবাস করে।

নিহত শিশুর বাবার অভিযোগ তার মায়ের পরকীয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তিনি একটি হত্যা মামলা দায়ের করবেন।

অভিযোগ প্রত্যাখ্যান করে লিজার মা সেলিনা আক্তার বলেন, তার বাবার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঈদের দিন থেকে লিজা নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদুল আজহার দিন লিজা আক্তার স্থানীয় দোকান থেকে সদাই কিনে ঘরে ফেরার সময় নিখোঁজ হয়। আজ চার দিন পর ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট থানার সার্কেল) মহসিন আল মুরাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিজার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের ওই কর্মকর্তা বলেন লিজার মায়ের সঙ্গে তার বাবার বিবাহ বিচ্ছেদ হয়েছে। মা মেয়ের মধ্যেই ভালো সম্পর্ক ছিল। বাবার এমন অভিযোগ থাকতেই পারে। পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করবে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা