হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটি নির্বাচন: ভোটের দিন সহিংসতার আশঙ্কায় লিখিত অভিযোগ জাপা প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। গতকাল শনিবার বিকেলে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারলাম আগামী ২১ জুন (বুধবার) অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন। আমার আশঙ্কা-নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরনের সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছেন। এমতাবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উল্লেখিত এই দুই ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’ 

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ‘অভিযোগটি আমরা পেয়েছি। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মিটিংয়ে আছি।’ 

এই অভিযোগের অনুলিপি সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরেও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ বলেন, ‘অভিযোগটি এখনো পাইনি। যদি রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়ে থাকেন অবশ্যই তিনি আমাদের কাছে পাঠাবেন। তবে ছাত্রাবাস বন্ধ করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের, আমাদের নয়। অন্য কিছু থাকলে সেগুলোর অবশ্যই তদন্তসাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এদিকে শনিবার দুপুর ২টায় নগরের দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজের মোড় থেকে লাউয়াই পর্যন্ত গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি বলেন, ‘ইভিএমে ভোটের শঙ্কা থাকলেও সুষ্ঠু পরিবেশে ভোট হলে লাঙ্গলের বিজয় নিশ্চিত। দক্ষিণ সুরমা এলাকার সন্তান হিসেবে আমি আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমার বিশ্বাস দক্ষিণ সুরমার নাগরিকসহ নগরবাসী আমাকে তাঁদের পবিত্র আমানত দিয়ে মেয়র পদে নির্বাচিত করবেন।’ 

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের দাবি আমি প্রথম থেকেই করে আসছি। কিন্তু নির্বাচন কমিশনের আচরণ আমাকে ব্যথিত করেছে। দেখা যাক আল্লাহ আমার জন্য কি রেখেছেন। তবে নগরবাসী কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না।’

গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুলের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুলাহ সিদ্দিকী, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল