হোম > সারা দেশ > সিলেট

কেন্দ্রে ভোটার কম, সাংবাদিক বেশি 

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে নগরীর ৪২ ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে এই ভোট শুরু হয়। নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায়  সকাল সাড়ে ৮টার সময় ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল ভোট দিয়েছেন আনন্দ নিকেতন কেন্দ্রে।

জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল। সাংবাদিকদের উপস্থিতিও ছিল অনেক বেশি। অন্যদিকে আনন্দ নিকেতন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। সেখানে সাংবাদিকদের অনেক ভিড় দেখা গেছে।

সকাল ৯টা ২০ মিনিটের সময় আনন্দ নিকেতন কেন্দ্রের আনসার সদস্য আবুল কালাম বলেন, এখনো ভোটার আসা শুরু হয়নি। দুই-একজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

বৃষ্টি না থাকায় নগরীর ভোটকেন্দ্রগুলোতে ভোটারের আনাগোনা দেখা গেছে। গত কয়েক দিন টানা বৃষ্টি থাকায় ভোটসংশ্লিষ্ট অনেকে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করেছিলেন।

নির্বাচনে এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। অন্যরা হলেন জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. শাহ জামান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ প্রতীক)।

সিসিক নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল