হোম > সারা দেশ > মৌলভীবাজার

২১ দিন ধরে নিখোঁজ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ দিন ধরে মোহাম্মদ আলী (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২০ নভেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাচ্ছেন না। এতে তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা। 

এ ঘটনায় ওই কিশোরের ভাই মো. ফারুক গত ২৪ নভেম্বর বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আলী দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামের আনছার আলীর ছেলে। সে কাশেমনগর স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে মোহাম্মদ আলী নিখোঁজ হয়। সে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাউকে কিছু বলেনি। তার পরিবারের সদস্যরা বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। 

আলীর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তার পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট ও গায়ে সাদা-কালো রঙের জ্যাকেট জিডিতে উল্লেখ করা হয়েছে। 

নিখোঁজ আলীর ভাই মো. ফারুক বলেন, আমরা ভাই কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মাসখানেক আগে লেখা-পরা বাদ দিয়েছে। সব সময় বাড়িতে থাকত সে। বাড়ি থেকে যাওয়ার সময় কাউকে কিছু বলেনি। কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু তাকে পাচ্ছি না। 

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, নিখোঁজের বিষয়ে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার