জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটা জায়গায় পিছিয়ে আছি। তা হচ্ছে মানুষ গড়ার জন্য যে শিক্ষা প্রয়োজন, সে শিক্ষা আমাদের দেশে নেই। সমাজে ধর্মের ভাগাভাগিতে আমরা বিশ্বাস করি না। আমার ধর্মকে যথেষ্ট আবেগ দিয়ে ভালোবাসি। ঠিক একইভাবে অন্য ধর্মকে ভালোবাসব।’
আজ রোববার (২৫ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় জামায়াতের আয়োজনে মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশে বলেন, ‘সমাজ বদলাতে হলে তোমাদের হাত লাগবে। তোমাদের হাত ছাড়া দুনিয়ায় কোনো সমাজ বদলায়নি।’
কমলগঞ্জের শমশেরনগরে মতবিনিময় সভা ও সুধী সমাবেশে ছাড়াও কুলাউড়া উপজেলায় চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, মহিলা সুধী সমাবেশে এবং জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে যোগ দেন ডা. শফিকুর রহমান।