হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন

সিলেট প্রতিনিধি

সিলেট সীমান্ত দিয়ে আজ ভোরে বাংলাদেশে প্রবেশ করানোদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।

আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা