হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে খুন হওয়া সাংবাদিকের ছেলেকে হত্যার চেষ্টা, থানায় জিডি

হবিগঞ্জ প্রতিনিধি

দৈনিক আজকের পত্রিকার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ২০০৬ সালের ৮ নভেম্বর তাঁর বাবা সাংবাদিক কামরুল হাসান আলীম সন্ত্রাসী হামলায় নিহত হন।

এ বিষয়ে সাংবাদিক ছনি চৌধুরী বলেন, ২২ জুন সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে নানাবাড়ি যান তিনি। রাত সাড়ে ১২টার দিকে জানালার পাশে বসা অবস্থায় দুর্বৃত্তরা দা দিয়ে তাঁকে কোপ দেয়। কিন্তু কোপটি জানালার গ্রিলে লাগলে তিনি বেঁচে যান।

এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ছনি চৌধুরী বলেন, ‘২০০৬ সালে আমার সাংবাদিক বাবা কামরুল হাসান আলীমকে হত্যা করা হয়। বাবার আদর্শের জায়গা থেকে আমিও এই পেশায় সম্পৃক্ত হই। পেশাগত কারণে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার ফলে ২০২০ সালে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।’

ছনি বলেন, এ বিষয়ে ২০২০ সালের ৯ মে এবং পরে আবার ওই বছরেরই ২৩ আগস্ট থানায় জিডি করি। সর্বশেষ ঘটনায় গত শনিবার নবীগঞ্জ থানায় আরেকটি জিডি করেছি। আগের দুটি জিডির তদন্ত না হওয়ায় আমার ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপর সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা