হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাত্রীকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। 

ভুক্তভোগী ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার। সে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের মরম আলী মেয়ে। 

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থী সাদিয়া কয়েক দিন আগে বাড়ির পার্শ্ববর্তী মাটির সড়কের পাশ থেকে কাদামাটি এনে ঘর লেপার কাজ করে। মঙ্গলবার সকালে সাদিয়া বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল তাকে অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের সামনে সাদিয়ার ওই কাজে সড়কের ক্ষতি হয়েছে এবং সড়ক দিয়ে যানবাহন চলাচলে অসুবিধা হবে–এমন অভিযোগ তুলে বেত্রাঘাত ও গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে সাদিয়া বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। 

শিক্ষার্থী সাদিয়ার বাবা মরম আলী বলেন, ‘জলিলের হয়ে স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাক্ষ্য না দেওয়ায় আমার মেয়ের সাথে এমনটি করেছেন জলিল। আমার মেয়ে আমার রেকর্ডি জমি থেকে মাটি তুলেছে। প্রয়োজনে আমি রাস্তা ঠিক করে দিতাম। কিন্তু জলিল মারধর করে মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেয়।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘এখানে আরও ৩০–৪০ শিক্ষার্থী ছিল। সাদিয়াকে কোনোরকম বেত্রাঘাত বা মারধর করা হয়নি। ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।’ 

এ ঘটনায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘ওই ছাত্রীর মা-বাবা বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি