হোম > সারা দেশ > সুনামগঞ্জ

তীব্র শীতে অসহায় খেটে খাওয়া মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি

গত তিন দিনের তীব্র শীত আর কুয়াশায় অসহায় জীবন যাপন করছে খেটে খাওয়া মানুষ। শীতের শুরুতে সুনামগঞ্জে তেমন শীত অনুভূত না হলেও গত বুধবার থেকে প্রতিদিনই গড়ে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। ফলে শীতের কবলে পড়েছেন হাওরাঞ্চলের বোরো চাষিরা। তীব্র শৈত্যপ্রবাহ থাকার কারণে জমিতে আবাদ ব্যাহত হচ্ছে।

শীতের প্রকোপে দিনমজুর, বালু-পাথর উত্তোলনের পেশায় জড়িত হাজারো শ্রমিকসহ অন্যরাও কষ্টে আছেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে তারা হিমশিম খাচ্ছেন। 

জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে হাজারো বালু-পাথরের শ্রমিক পানিতে নেমে সনাতন পদ্ধতিতে বালু-পাথর তোলার কাজ করে থাকেন। আর এই শ্রমিকেরা বালু উত্তোলন করেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত তিন দিনের তীব্র শীতের কারণে বেকায়দায় পড়েছেন তাঁরা। 

সুনামগঞ্জ সদর উপজেলার বোরো চাষি করম আলী বলেন, ‘জমিতে আগাছা পরিষ্কার করা জরুরি। কিন্তু এত শীতের মাঝে গেলেই তো অসুস্থ হয়ে যাব। তবুও তো আগাছা পরিষ্কার করাই লাগবে।’ 

জাদুকাটা নদীর বালুশ্রমিক আকাশ মিয়া বলেন, ‘আমরা তো পানিতে নাইমা বালু তোলার কাজ করি। কদিন ধইরা যে ঠান্ডা, কেমনে পানিতে নামব বুঝতাছি না। তবে একটু রোদ উঠলে নামি। কিন্তু রোজগার কম হয়। আরও কদিন শীত এমন তীব্র থাকলে আরও বেশি কষ্ট হবে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি