হোম > সারা দেশ > সিলেট

১৫ বছর পর নৌকার প্রার্থী পেল ভোটারেরা

সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) নৌকা প্রতীকের প্রার্থী পেল ভোটারেরা। এর আগে তিনটি নির্বাচনে আসনটি জোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। দীর্ঘদিন জেলার গুরুত্বপূর্ণ এ আসনটি হাতছাড়া থাকায় হতাশ ছিলেন দলের তৃণমূলের নেতা কর্মীরা। 

এবার নেতা কর্মীদের মনোভাব বুঝে আসনটিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তবে জোটগত কারণে বিষয়টি ঝুলে ছিল আজ রোববার ১৭ ডিসেম্বর পর্যন্ত। শেষ পর্যন্ত আসনটি শরিক দলকে ছাড় না দেওয়ায় নির্বাচনে তিনি নৌকা প্রতীকেই লড়বেন। 

এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে জাপার বেগম মমতাজ ইকবাল লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হন। ২০০৯ সনে তিনি মারা গেলে উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মতিউর রহমান নির্বাচিত হন। 

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুবলীগ থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। পরে তিনি জাপার মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মহাজোট প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 

নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর নিয়ে বিস্তৃত আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৪২৭। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৭৯৩ জন এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৬৩৪ জন। ১১২টি ভোট কেন্দ্রের আসনটিতে দুটি উপজেলা, একটি পৌরসভা ১৪টি ইউনিয়ন রয়েছে। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন আজকের পত্রিকাকে বলেন, ‘সুনামগঞ্জ-৪ আসন নিয়ে আমাদের চিন্তা বেশি ছিল। কারণ ১৫ বছর জোটবদ্ধ হয়ে থাকায় দলীয় নেতা কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছিল। জেলার বাকি চারটি আসনে আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার বইলেও এ আসনটিতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবার নৌকা প্রতীকের প্রার্থী পাওয়ায় আমরা তৃণমূলের নেতা কর্মীরা খুশি।’ 

এদিকে জেলার পাঁচটি সংসদীয় আসনে আজ রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

তারা হলেন, সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের প্রার্থী আবু তাহের মো. রুহুল আমিন এবং সুনামগঞ্জ-৫ আসনে জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ