সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে পুরুষ, নারী, শিশুসহ ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিল। সকালে বিএসএফ তাদের পুশ-ইন করে। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী, ২ জন শিশুসহ ১৬ জন। তাদের আটক করে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন কানাইঘাট উপজেলার আটগ্রাম বিওপি। আটক সবাই বাংলাদেশি।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।