হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সাঈদীকে নিয়ে পোস্ট: জগন্নাথপুরে ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি, আহ্বান জানাচ্ছে ছাত্রদল-যুবদল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় পাঁচ নেতাকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ছাত্রলীগ যাঁদের অব্যাহতি দিচ্ছে, তাঁদের দলে আহ্বান জানাচ্ছে ছাত্রদল ও যুবদল। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও জুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শিপন আহমদ তালুকদার, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রোম্মান। 

অব্যাহতি পাওয়া শিপন আহমদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি তার কিছুই জানি না। আর এ ব্যাপারে আমাকে কেউই কিছু বলেনি। শুধু ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি দেখেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক অব্যাহতি পাওয়া এক নেতা মোবাইল ফোনে বলেন, ‘সাঈদীর ভিডিও দেখে ভালো লাগে, তাই উনি মারা যাওয়ার পর এক-দুইটা ভিডিও শেয়ার করেছিলাম। এ কারণে অব্যাহতি দিয়েছে।’ 

তিনি জানান, অব্যাহতির ঘোষণার পর এলাকার ছাত্রদল-যুবদলের নেতারা তাঁদের দলে আহ্বান জানাচ্ছেন। ফুলের মালা দিয়ে বরণ করবেন বলছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘সাজাপ্রাপ্ত চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে, সংগঠনের জন্য এটা তো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী। জরুরি সভা ডেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ জেলা ছাত্রলীগ নেবে।’

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান