হোম > সারা দেশ > সিলেট

চিনি চোরকারবারিদের নিয়ে স্ট্যাটাস দেওয়ায় হামলা, ছাত্রলীগ নেতাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও চিনি চোরাকারবারিদের নিয়ে সমালোচনার জেরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

আজ রোববার দুপুরে এপিপি প্রবাল চৌধুরী পূজন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এজাহার দাখিল করলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সুমন ভূঁইয়া তা আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে দ্রুত এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হাকিম আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী মোহাইমিন চৌধুরী। 

আইনজীবী পূজন মামলার আরজিতে বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পদধারী নেতা হলেও তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। ১ নম্বর আসামি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম র‍্যাবের তালিকায় ৯ নম্বর শীর্ষ সন্ত্রাসী। আসামিরা সিলেটে ভারতীয় চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত। চিনি চোরাকারবারি ও অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে প্রতিবাদমূলক পোস্ট করি। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আমার ওপর হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় আমার ব্যবসাপ্রতিষ্ঠান। হামলার সময় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। 

রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো পাইনি। পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার