ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নাইম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিমপাড়ার মো. আমজাদের ছেলে। এ সময় আরও এক যুবক আহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
এ নিয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাতেম আলী ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় পেছনের দুই বগি থেকে নামার পর দুই যুবকের ওপর হামলা করে ছিনতাইকারীরা। এ সময় এক যুবককে ছুরিকাঘাত করে। তখন তিনি সঙ্গে থাকা সবকিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। এ সময় ছিনতাইকারীরা নাইম ইসলামের গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’