হোম > সারা দেশ > সিলেট

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে: পলক

হবিগঞ্জ প্রতিনিধি

দুনীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘খেলা হবে! দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সেই খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের তরুণ প্রজন্মের ভোট, দলমত-নির্বিশেষে সবার ভোট নৌকা প্রতীকে দেওয়ার আহ্বান জানাই।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘৮ একর জমির ওপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপর আর এই এলাকার কোনো যুবক-যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবে না, বিদেশে যেতে হবে না। চাকরির পেছনে দৌড়াতে হবে না। তারা এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি ও মো. আবু জাহির এমপি। 

পরে বেলা ১১টায় জেলা শিল্পকলায় ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশবিষয়ক এক আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

সেখানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত