হোম > সারা দেশ > সিলেট

দুই কিশোরী পাচারের মামলায় দুই আসামি ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রতীকী ছবি

পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতের দ্বিতীয় বিচারক ছগির আহমদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল চন্দ্র সরকার মানব পাচার মামলায় গ্রেপ্তারকৃত আসামি শাহনাজ বেগম ও তাঁর স্বামী মুরাদ আহমেদ রাজুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৮ এপ্রিল ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে মানব পাচারের উদ্দেশ্যে অপহরণপূর্বক হোটেলে হস্তান্তর করে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের হোটেল থেকে পুলিশ দুই কিশোরীকে উদ্ধারও করে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত