হোম > সারা দেশ > সিলেট

জমি নিয়ে বিরোধ: কানাইঘাটে চাচাতো ভাইকে গলা কেটে হত্যা

সিলেট প্রতিনিধি

গ্রামবাসী সুলতান আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ফয়জুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী সুলতান আহমদ (৫৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত ফয়জুল হোসেন নয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত সুলতান আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তাঁর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ শুক্রবার সকালে বাড়ির উঠানে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে ফয়জুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে ফয়জুলকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এ সময় পালানোর চেষ্টা করলে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক সুলতানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি