হোম > সারা দেশ > সিলেট

জমি নিয়ে বিরোধ: কানাইঘাটে চাচাতো ভাইকে গলা কেটে হত্যা

সিলেট প্রতিনিধি

গ্রামবাসী সুলতান আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ফয়জুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী সুলতান আহমদ (৫৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত ফয়জুল হোসেন নয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত সুলতান আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তাঁর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ শুক্রবার সকালে বাড়ির উঠানে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে ফয়জুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে ফয়জুলকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এ সময় পালানোর চেষ্টা করলে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক সুলতানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের