হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরে দুলছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি

কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে গেছে ধানগাছ। হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। ইতিমধ্যে ধানে শিষও গজিয়েছে। আর সপ্তাহ দশেকের মধ্যেই পরিপক্ব হবে ধান। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে; এমনটাই আশা করছেন কৃষকেরা। 

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের ১২ উপজেলার ১৪২ হাওরের বোরো ধানের শিষে এখন ফুল বেরিয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ধান কাটা শুরু করতে পারবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম।

বিমল চন্দ সোম জানান, এবার সুনামগঞ্জে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে। 

বিমল চন্দ সোম আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের তুলনায় এবার বোরোর ফলন বেশি পাওয়া যাবে। 

কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের হাওর থেকে এবার ১৩ লাখ ৫৩ হাজার টন ধান ও চালের হিসেবে ৯ লাখ ২ হাজার টন চাল পাওয়া যাবে। যা টাকার পরিমাণে ৩ হাজার ৮০০ কোটি টাকা। 

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, ‘মার্চের শুরুতে অর্থাৎ চৈত্রের মাঝামাঝিতে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। দিন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি ধান পাইমু।’ 

অন্যদিকে হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হওয়ায় কৃষকের মাঝে স্বস্তি কাজ করছে। তবে কিছু বাঁধে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘আবহাওয়া ও ফসল রক্ষা বাঁধের ওপর নির্ভর করে সাধারণত সুনামগঞ্জের বোরো চাষাবাদ করা হয়ে থাকে। প্রতিবছর বোরো ফসল রক্ষায় বাঁধের জন্য সরকার শত কোটি টাকা বরাদ্দ দেয়। এবারও প্রায় ২০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বাঁধের জন্য। ইতিমধ্যে জেলার ১ হাজার ৭৫টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে।’ 

এই প্রকৌশলী আরও বলেন, ‘আমাদের বাঁধের কাজ শেষ হয়েছে। সার্বক্ষণিক বাঁধের কাছেই আমাদের লোক আছে। যেসব বাঁধে সমস্যা দেখা দেবে সঙ্গে সঙ্গেই সংস্কার করে দেবে।’

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার