হবিগঞ্জ (নবীগঞ্জ): নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে স্কুলপড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আনোয়ার হোসেন (৩২) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের মৃত হায়দর আলীর ছেলে।
সূত্র জানায়, উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে মো. আনোয়ার হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে নবীগঞ্জের ইউএনও শেখ মহিউদ্দিন নবীগঞ্জ থানার পুলিশ সহকারে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাকে দণ্ডবিধি ১৮৬০–এর ৫০৯ ধারায় মো. আনোয়ার হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য ইউএনও নিজেই নিশ্চিত করেছেন।