হোম > সারা দেশ > হবিগঞ্জ

বন্যার পানিতে ভেসে এল যুবকের মরদেহ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদী থেকে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে শাখা বরাক নদীর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, দুপুরে শাখা বরাক নদীতে একটি মরদেহ ভেসে পার্শ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার অংশ থেকে নবীগঞ্জের দিকে আসছিল। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের যখন স্থানীয় লোকজন মরদেহের বিষয়টি জানায়, তখন সেটা মৌলভীবাজার অংশে ছিল। আমরা ঘটনাস্থলে যেতে যেতে মরদেহ ভেসে নবীগঞ্জের বৈঠাখাল এলাকায় চলে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।’ 

ওসি বলেন, ‘মরদেহের এখনো পরিচয় জানা যায়নি এবং শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করছি শাখা বরাক নদীর উজানে মৌলভীবাজার জেলা থেকে হয়তো মরদেহটি বন্যার পানির সঙ্গে ভেসে এসেছে। মরদেহের মুখসহ শরীর অক্ষত রয়েছে সে ক্ষেত্রে আমরা পরিচয় জানার চেষ্টা করছি।’ 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ