হোম > সারা দেশ > সিলেট

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

সিলেট প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

নগরের মাছিমপুরে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে প্রথম দফা ও পরে মধ্যরাতে দ্বিতীয় দফা এই হামলার ঘটনা ঘটে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক প্রতিদিনের মতো গতকাল তাঁর অনুসারীদের নিয়ে মাছিমপুরে ল কলেজ এলাকায় আড্ডা দিতে জড়ো হন। সেখানে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগের কর্মী অপু। এ নিয়ে দুই পক্ষে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে আজিজুল ঘটনাস্থলে এলে দেশীয় অস্ত্রের হামলায় তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আজিজুলের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে জড়ো হলে সেখানে আগে থেকে থাকা অপু ছাড়াও মঞ্জু, দিপু, অপি, মুজিবসহ শতাধিক লোক আরেক দফা হামলা করেন। এর জেরে সিলেটের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতা-কর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হামলার সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে।’

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান