হোম > সারা দেশ > সিলেট

ওভারটেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সায়েম আহমদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেকজন আহত হয়েছেন।

নিহত মো. সায়েম আহমদ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু-সংলগ্ন এলাকায় চলন্ত কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে।

এ সময় ঘটনাস্থলে সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, বাইকে ৩ জন ছিলেন। ওভারটেকিং করতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন কিছুটা আহত হয়েছেন। লাশের সুরতহাল করা হয়েছে। পরিবার চাচ্ছে, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার